সাভারে ডিবি পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Oct 5, 2025 - 12:28
Oct 5, 2025 - 14:10
 0  6
সাভারে ডিবি পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ঢাকার সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে এক কেজি গাঁজাসহ মোঃ আরিফ খাঁ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।

শনিবার (৪ অক্টোবর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন মুনসুর মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা জেলা (উত্তর) ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশগ্রহণ করেন এসআই (নিঃ) কাজী কামাল মিয়াসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স।

গ্রেফতারকৃত মোঃ আরিফ খাঁ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার মৃদুলিয়া গ্রামের মৃত খালেক খাঁর ছেলে। তার মাতার নাম জবেদা বেগম।

ঢাকা জেলা (উত্তর) ডিবির ওসি মোঃ জালাল উদ্দিন জানান, ঢাকা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের নির্দেশনায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মুনসুর মার্কেট এলাকায় অভিযান চালিয়ে আরিফ খাঁকে এক কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

আটককৃত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ১৩। আসামীকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow