ট্রেন থেকে পড়ে অজ্ঞাতনামা এক কিশোরের মৃত্যু

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Oct 5, 2025 - 14:33
Oct 5, 2025 - 16:46
 0  7
ট্রেন থেকে পড়ে অজ্ঞাতনামা এক কিশোরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের অন্তর্গত কাশিমপুর নামক এলাকায় ট্রেন থেকে ছিটকে পড়ে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মৃত্যু হয়েছে। 

রবিবার (৫ অক্টোবর)  ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা ধারণা করছেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর মতে, ট্রেন থেকে ছিটকে পড়ে রেললাইনের পূর্ব পাশে পড়ে থাকা অবস্থায় কিশোরের মরদেহ দেখতে পান তারা। পরে স্থানীয়রা বিষয়টি দ্রুত কাশিমপুর এলাকার ইউপি সদস্য জনাব মো. মামুন চৌধুরী (মামুন মেম্বার) কে অবহিত করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জনপ্রতিনিধি মামুন চৌধুরী। তিনি স্থানীয় প্রশাসন ও সংবাদকর্মীদের ঘটনাটি জানান, এবং রেল প্রশাসন কে দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।

মামুন চৌধুরী সাংবাদিকদের জানান, “মৃত্যুবরণকারী কিশোরের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তার আনুমানিক বয়স ১২ থেকে ১৩ বছর হতে পারে। আমাদের ধারণা, সে অন্য কোনো এলাকার বাসিন্দা এবং সিলেটগামী কোনো একটি ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে থাকতে পারে মন্তব্য করেন তিনি। 

তিনি আরও বলেন, “দীর্ঘ সময় মরদেহটি পড়ে থাকলেও তার কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। বিষয়টি প্রশাসনের সহযোগিতায় কিশোরটির পরিচয় শনাক্ত করে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর জরুরি।”

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow