মাগুরায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

"শিক্ষার আলোয় গড়বো স্মার্ট বাংলাদেশ" - এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় জেলা সদরসহ চারটি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। এছাড়াও, সভায় জেলা শিক্ষা অফিসার, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষকরাই জাতি গঠনের মূল কারিগর এবং তাদের হাত ধরেই সমাজ জ্ঞান, নীতি ও মানবিকতার আলোয় আলোকিত হয়।
একই দিনে মাগুরা সদর, শালিখা, শ্রীপুর ও মহম্মদপুর উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়। প্রতিটি উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে শিক্ষক সমাজ ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
What's Your Reaction?






