মাগুরায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য ব্র্যাকের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Sep 17, 2025 - 18:02
 0  10
মাগুরায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য ব্র্যাকের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

মাগুরার মহম্মদপুর উপজেলায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রাজাপুর ব্র্যাক শাখা কার্যালয়ে এই মহতী কার্যক্রম পরিচালিত হয়।

ফরিদপুরের ইসলামিক চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় এবং ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি, মাগুরা-১ আঞ্চলিক অফিসের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে প্রায় ৪৫০ জন রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, এই ক্যাম্পে মূলত ৪০ বছরের বেশি বয়সী দরিদ্র এবং সাধারণ রোগীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। রোগীদের চোখ পরীক্ষা করে চিকিৎসা প্রদানের পাশাপাশি বিনামূল্যে রিডিং গ্লাস ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও, চোখের বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নারী, প্রবীণ, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা ছিল।

অনুষ্ঠানে ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা-১ (দাবি) অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক প্রদীপ লস্কর, ফরিদপুর ডিভিশনাল কো-অর্ডিনেটর মোঃ জামির হোসেন, মাগুরা-১ রিজিওনাল কো-অর্ডিনেটর মোঃ নজরুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক (দাবি) মোঃ লিয়াকত আলী খান, শত্রুজিৎপুর এলাকার এলাকা ব্যবস্থাপক এবং রাজাপুর ব্র্যাক শাখা অফিসের ব্যবস্থাপক (দাবি) মিতা পোদ্দার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণ সুবিধাবঞ্চিত মানুষের কাছে চক্ষু সেবা পৌঁছে দেওয়ায় স্থানীয় জনগোষ্ঠী ব্র্যাক এবং ইসলামিক চক্ষু হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow