প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের জন্য অবস্থান কর্মসূচী

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Dec 3, 2025 - 16:22
 0  5
প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের জন্য অবস্থান কর্মসূচী

ফরিদপুর সদর উপজেলার কেন্দ্রীয় উপজেলা পরিষদ চত্বরে আজ বুধবার বেলা ১টায় প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। এই কর্মসূচীর আয়োজন করেছে বাস্তবায়ন পরিষদ ফরিদপুর সদর উপজেলা শাখা।

অবস্থান কর্মসূচীর সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি সুশান্ত কুমার সরকার। কর্মসূচীতে প্রধান দাবিগুলি ছিল— ১১তম গ্রেড প্রাপ্তি, ১০ ও ১৬ বছরের সেবায় উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক পদকে ‘এন্টি ধরে’ শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিতকরণ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি ফরিদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, সদর উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ শফিকুল আলম সহ আরও অনেকে।

অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সবচেয়ে বেশি নিপীড়িত এবং নির্যাতনের শিকার। সরকার দীর্ঘ সময় ধরে তাদের দাবী পূরণে টালবাহানা করছে। বক্তারা আরও জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচী অব্যাহত থাকবে এবং আগামী দিন থেকে কেন্দ্র ঘোষিত কর্মসূচী কঠোরভাবে পালনের আহ্বান জানান উপস্থিত শিক্ষকদের প্রতি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow