আত্রাইয়ে ডাঃ মেহেদী হাসানের পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া গ্রামে ডাঃ মেহেদী হাসান তমালের পুকুরে বুধবার ভোর রাতে বিষ প্রয়োগের মাধ্যমে প্রায় ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
ডাঃ মেহেদী হাসান তমাল উপজেলার সিংসাড়া গ্রামের মৃত দেওয়ান মহসিন আলীর ছেলে এবং তুষার সম্বনিত মৎস খামার ও হ্যাসারির স্বত্বাধিকারী। তিনি জানান, তাঁর ৭ নং পুকুরে অত্যন্ত মূল্যবান ও প্রজনন বৃদ্ধির জন্য বড় বড় মাছ চাষ করা হয়েছিল।
ডাঃ তমাল অভিযোগ করেন, “আমি আজ সকালে খবর পেয়ে জানতে পারি, আমার পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে। এটি সুপরিকল্পিতভাবে করা হয়েছে। যদিও কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই, তবে আমি মনে করি, এটি আর্থিক ক্ষতি করার উদ্দেশ্যে করা হয়েছে। এতে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ থাকায় কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
What's Your Reaction?
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ