নওগাঁর আত্রাই কেন্দ্রীয় ফুটবল মাঠে সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
May 17, 2025 - 19:58
 0  5
নওগাঁর আত্রাই কেন্দ্রীয় ফুটবল মাঠে সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি

নওগাঁর আত্রাই উপজেলা কেন্দ্রীয় ফুটবল মাঠে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। শনিবার রাতের বৃষ্টিতে মাঠে হাঁটুপানি জমে যায়, যা ক্রীড়াপ্রেমী ও খেলোয়াড়দের জন্য মারাত্মক অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। তারা দ্রুত মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেন বলেন, "মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছি। সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"

সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন হলে মাঠটি পুনরায় খেলাধুলার উপযোগী হয়ে উঠবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow