বেরোবি কেন্দ্রে ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
May 17, 2025 - 20:03
 0  2
বেরোবি কেন্দ্রে ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে আজ শনিবার (১৭ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ব্যবসায় শিক্ষা ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এমসিকিউভিত্তিক পরীক্ষায় মোট ৬৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। উপস্থিতির হার ছিল ৭৪.৭৮%।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল থাকার কারণে আজ পুনরায় এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়।

বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রংপুরসহ উত্তরাঞ্চলের পরীক্ষার্থীরা নিজ অঞ্চলে পরীক্ষা দেওয়ায় তাদের সময় ও অর্থ সাশ্রয় হয়েছে। তিনি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোর সুশৃঙ্খল ও সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোঃ ফেরদৌস রহমান, রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, সেন্ট্রাল লাইব্রেরির গ্রন্থাগারিক ড. মোঃ মনিরুজ্জামান, পরিবহন পুলের পরিচালক মোঃ মাসুদ রানা, ঢাবি ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ নাজমুল হাসান ও ঢাবি সহকারী প্রক্টর জাহাঙ্গীর আলম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow