কৃষ্ণচূড়ার রক্তিম রঙে নওগাঁর আত্রাই উপজেলার গ্রীষ্মবিলাস

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
May 7, 2025 - 11:55
 0  3
কৃষ্ণচূড়ার রক্তিম রঙে নওগাঁর আত্রাই উপজেলার গ্রীষ্মবিলাস

কাঠফাটা রৌদ্রের তীব্র দাবদাহ উপেক্ষা করেও বসন্তের রক্তিম রেশ ধরে রেখেছে গ্রীষ্মের চোখধাঁধানো লাল টুকটুকে কৃষ্ণচূড়া। আত্রাই উপজেলার প্রকৃতি যেন আজ রক্তিম আলোয় সাজানো। খররোদে তৃপ্ত দিনগুলোতে কৃষ্ণচূড়ার ডালে ডালে লালের অরণ্য, যা পথ-প্রান্তরকে এক ভিন্ন আমেজে সজ্জিত করেছে।

কৃষ্ণচূড়া, যা একদিকে গ্রাম বাংলার পরিচিত ফুল, অপরদিকে আধুনিক সময়ের প্রতীক। গ্রীষ্মের উত্তপ্ত দুপুরে এই ফুলের ছায়া যেন পথিকদের ক্লান্তি দূর করে এনে দেয় প্রশান্তি। তীব্র দাবদাহেও এ ফুলের সৌন্দর্য, দৃশ্যপটের অমৃতধারার মতো প্রতিটি পথচলতাকে চমৎকৃত করে।

কৃষ্ণচূড়ার বৈজ্ঞানিক নাম Delonix regia, যা ফাবাসিয়ি পরিবারের অন্তর্গত। 'গুলমোহর' নামেও এর পরিচিতি রয়েছে। ফুলের গাঢ় লাল রঙের ভেতরে পলকহীন হলুদ ও রক্তিম আভা, মনের গভীরে ছাপ ফেলতে সক্ষম।

নওগাঁর আত্রাইয়ের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও ব্যক্তিগত বাড়ির উঠানেও কৃষ্ণচূড়ার রক্তিম ফুল ফুটে আছে। গাছে জেগে থাকা এই ফুলগুলো দৃষ্টি আকর্ষণ করছে, এবং প্রকৃতিপ্রেমীরা প্রায়ই একে উপভোগ করতে ছুটে আসছেন। প্রাকৃতিক দৃশ্যের ছবি তুলতে কারও কারও হাতে ক্যামেরা, যেন এক অমূল্য মুহূর্তকে ধারণ করা।

এ ফুলের সৌন্দর্য কবিদেরও বিমোহিত করেছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর গানে লিখেছিলেন, "কৃষ্ণচূড়ার রাস্তা মঞ্জুরি কর্ণে, আমি ভুবন ভুলাতে আসি গন্ধে ও বর্ণে।" কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও কৃষ্ণচূড়ার গন্ধে অনুপ্রাণিত হয়ে লিখেছেন, "গন্ধে উদাস হাওয়ার মতো উড়ে তোমার উত্তরী-কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী।"

বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে গ্রীষ্মের আগমনে কৃষ্ণচূড়া ফুটে ওঠে। এই সময় গ্রীষ্মকালও ফুলের রাজ্য হয়ে ওঠে। কৃষ্ণচূড়ার রক্তিম রঙের উন্মাদনা, যা দেখতে চোখ ফেরানো অসম্ভব। প্রকৃতিপ্রেমী সোয়াইবুল ইসলাম বলেন, "রক্তিম আলো শুধু সূর্যের মধ্যে সীমাবদ্ধ নয়, যে আলো কৃষ্ণচূড়ার ডালে ডালে ছড়িয়ে পড়েছে, তা যেন প্রকৃতির এক অপরূপ রূপ।"

এই গ্রীষ্মে, কৃষ্ণচূড়া আরও একবার তার মোহনীয় রূপে আত্রাইয়ের প্রতিটি কোণায় রক্তিম আলো ছড়িয়ে দিয়েছে, যা প্রমাণ করে যে, প্রকৃতি সত্যিই অসীম সৌন্দর্যে পরিপূর্ণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow