নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত তিন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সংবর্ধিত হন সানজিদা আক্তার, মাকসুদা মালিহা ও মারজিয়া মাহিরা। তিনজনই চলতি বছর এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জন করে বিদ্যালয়ের সুনাম বয়ে এনেছেন।
সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ছনি সরকার। তিনি নিজ হাতে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের হাতে শুভেচ্ছাস্মারক তুলে দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্যে শিক্ষক মো. ছনি সরকার শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ প্রকাশ করেন এবং তাদের জন্য সুন্দর ভবিষ্যৎ ও সুস্থ জীবন কামনা করেন।
এই সংবর্ধনার মধ্য দিয়ে বিদ্যালয়ে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় বলে জানান স্থানীয়রা।
What's Your Reaction?






