আশুলিয়ায় অপহরণের পর ১২ বছরের শিশুকে গলা কেটে হত্যা

সাভারের আশুলিয়ায় অপহরণের পর জীবন (১২) নামের এক শিশুকে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ঘাতক রাব্বানী (১৯) কে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। তার স্বীকারোক্তির ভিত্তিতে উদ্ধার করা হয়েছে নিহত শিশুর মরদেহ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি।
রবিবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক - উত্তর) আরাফাতুল ইসলাম।
পুলিশ জানায়, নিহত শিশু জীবন আশুলিয়ার কাঠগড়া এলাকার বাসিন্দা মজিবর শেখের ছেলে। ১০ জুলাই বিকেল ৪টার দিকে সে অপহরণের শিকার হয়। পরে জীবনের বাবার মুঠোফোনে মুক্তিপণ চেয়ে কল আসে। এর পরদিন রাত ১১টার দিকে জীবনের বাবা আশুলিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
পুলিশের একাধিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার (১২ জুলাই) রাতে রাব্বানীকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আশুলিয়ার কাঠগড়া গলাকাটা মোড় এলাকার একটি জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। একই স্থান থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ছুরি ও একটি মোবাইল ফোন।
গ্রেফতার রাব্বানী নওগাঁর মান্দা উপজেলার ছুতিপুর এলাকার মিলন মোল্লার ছেলে। সে আশুলিয়ায় থেকে মাঝে মাঝে নির্মাণ শ্রমিকের কাজ করত।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, কথা কাটাকাটির জেরে জীবনকে অপহরণ করে রাব্বানী। পরে সে নিজেই শিশুটিকে গলা কেটে হত্যা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান, ওসি (অপারেশন) সফিকুল ইসলাম সুমন এবং সাভার-আশুলিয়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
What's Your Reaction?






