সাভারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Dec 22, 2025 - 16:43
 0  2
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

ঢাকার সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত ও ছিনতাইকারী দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে সাভার মডেল থানাধীন পাকিজা মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্সসহ এই বিশেষ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার মো. রাজিব, গোপালগঞ্জ সদরের মো. রবিউল মিয়া, হবিগঞ্জের নবীগঞ্জ থানার মো. পাভেল, মানিকগঞ্জের মো. আবুল বাশার এবং গাইবান্ধার পলাশবাড়ী থানার মো. মনির হোসেন। তারা বর্তমানে সাভার ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

অভিযানকালে পুলিশ তাদের হেফাজত থেকে ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি ১২ ইঞ্চি লম্বা ধারালো ছুরি, একটি ২৫ ইঞ্চি লম্বা কাঠের লাঠি এবং তিনটি লোহার রড উদ্ধার করে।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপকর্মের সাথে জড়িত। আসামিদের পূর্বের অপরাধের রেকর্ড বা পিসিপিআর পর্যালোচনা করে দেখা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে রাজিব, আবুল বাশার এবং মনির হোসেনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow