কাপ্তাইয়ে ‘কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম’ বিষয়ক মতবিনিময় সভা

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Dec 22, 2025 - 16:05
 0  3
কাপ্তাইয়ে ‘কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম’ বিষয়ক মতবিনিময় সভা

পার্বত্য অঞ্চলের দুর্গম জনপদগুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিত ও উন্নয়নের লক্ষ্যে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ‘কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম’ (CCHP) বিষয়ক এক মতবিনিময় ও ডায়ালগ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হিল ফ্লাওয়ার’-এর যৌথ উদ্যোগে সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নে অবস্থিত টং ইকো রিসোর্টে এই সভার আয়োজন করা হয়।

চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল ও খ্রীষ্টিয়ান কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডা. প্রবীর খিয়াং-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন। সভার শুরুতে প্রকল্পের বিস্তারিত কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরেন প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিল ফ্লাওয়ার-এর ব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) সনজিৎ কুমার তঞ্চঙ্গ্যা।

মতবিনিময় সভায় জানানো হয় যে, এই প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে দুর্গম এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নানামুখী জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো মা ও শিশু স্বাস্থ্য রক্ষা, গর্ভবতী ও প্রসূতি মায়েদের সেবা এবং শিশুদের পুষ্টি বিষয়ক শিক্ষা প্রদান। এছাড়া সামাজিক সচেতনতা বৃদ্ধি, জেন্ডার সমতা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ রোধ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রকল্পটি কাজ করছে। পাশাপাশি দুর্গম এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান, সরকারি টিকাদান কর্মসূচিতে সরাসরি সহায়তা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় জনসচেতনতা তৈরির বিষয়গুলোও এই কর্মসূচির অন্তর্ভুক্ত।

উক্ত মতবিনিময় ও ডায়ালগ অনুষ্ঠানে কাপ্তাই, রাঙ্গুনিয়া, রাজস্থলী, বিলাইছড়ি উপজেলাসহ রাঙ্গামাটি জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলগুলোতে সঠিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যমের জোরালো ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow