ফ্যাসিস্ট সরকার গুম-খুনসহ সব অপকর্ম করেছে - নাহিদ ইসলাম

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Jul 13, 2025 - 17:33
 0  2
ফ্যাসিস্ট সরকার গুম-খুনসহ সব অপকর্ম করেছে - নাহিদ ইসলাম

দেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে রবিবার (১৩ জুলাই) ১৩তম দিনে পিরোজপুরে পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টার দিকে কেন্দ্রীয় নেতাকর্মীরা পিরোজপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করেন। পরে তা সিও অফিস, সদর হাসপাতাল গেট, মহিলা কলেজ, সাধনা ব্রিজসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।

সভায় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই মাসেই একসময় গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল। স্বৈরাচার সরকার জোর করে ১৬ বছর ক্ষমতায় ছিল। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, ভোটাধিকার হরণ—এমন কোনো অপরাধ নেই যা তারা করে নাই। তিনবার জনগণকে ভোট দিতে দেয়নি। মানুষের অসহায়ত্ব, ক্ষোভ, নিপীড়নে রাজপথে নেমে এসেছে জনগণ।”

তিনি আরও বলেন, “আমরা আশাবাদী ছিলাম, পিরোজপুরে মাদক ও চাঁদাবাজি থাকবে না। কিন্তু বাস্তবতা ভিন্ন। আমরা এসেছি নতুন দেশ গড়ার আহ্বান নিয়ে। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আমরা দেশের প্রতিটি জেলায় যাচ্ছি।”

এসময় আরও বক্তব্য দেন—জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং স্থানীয় নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow