মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিতকরণে মতবিনিময় সভা
উপজেলার মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ ও সার্বিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হকের সঙ্গে আলিয়া মাদ্রাসা শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ মে) সকালে পিরোজপুরের তাহ্ফীমুল কুরআন আলিয়া মাদ্রাসা মিলনায়তনে এ সভার আয়োজন করে স্থানীয় আলিয়া মাদ্রাসার শিক্ষকরা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক।
সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন পিরোজপুর সদরের দাখিল পরীক্ষার হল সুপার মোহাম্মদ শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ শামীম সাঈদী।
সভায় বক্তব্যে প্রফেসর নুরুল হক বলেন, “মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও সময়োপযোগী করতে শিক্ষা বোর্ড সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পরীক্ষার স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা প্রয়োজন।” তিনি জানান, আগামী অর্থবছরে প্রতিটি জেলায় মাদ্রাসা শিক্ষকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সরকারি ভবনবিহীন প্রতিষ্ঠানসমূহে নতুন ভবন নির্মাণ, মেধাবী ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বৃত্তি কার্যক্রম সম্প্রসারণের কথাও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি আলহাজ শামীম সাঈদী বলেন, “মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সমাজের সকল পক্ষকে এগিয়ে আসতে হবে। আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার সাথে মাদ্রাসা শিক্ষার সমন্বয় ঘটাতে হবে।”
সভায় অন্যান্য বক্তারা মাদ্রাসা শিক্ষার্থীদের নৈতিকতা ও যোগ্যতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এবং পরীক্ষার পরিবেশ আরও স্বচ্ছ ও মানসম্মত করার ওপর গুরুত্ব দেন।
সভা শেষে শিক্ষক ও অতিথিদের মধ্যে খোলামেলা আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?
মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ