ভাঙ্গায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ফরিদপুরের ভাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার নওপাড়া গ্রামের খন্দকার বাড়ীতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান খন্দকার ও রাজু খন্দকার, যাদের সার্বিক পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য।
দোয়া মাহফিলের পর সহস্রাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান বাবুল, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, উপজেলা বিএনপির সহসভাপতি চৌধুরী ওয়াহিদুজ্জামান, যুগ্ন সম্পাদক আলমগীর কবিরাজ, বিএনপি নেতা মির্জা ইমরান, নারী নেত্রী নারগিস আক্তারসহ বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ।
What's Your Reaction?
সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ