ভাঙ্গায় আখের রস বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 13, 2025 - 15:18
 0  3
ভাঙ্গায় আখের রস বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা গ্রামে এক আখের রস বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রনি মিয়া (৩৫) ওই গ্রামের আবদুল খালেকের ছেলে।

রবিবার (১৩ জুলাই) সকাল ৭টার দিকে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের স্ত্রী ইমা আক্তার জানান, ১০ বছর আগে তাদের বিয়ে হয়। তারা বাবার দেয়া বাড়িতে একসঙ্গে বসবাস করছিলেন। তাদের তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে এবং বর্তমানে ইমা গর্ভবতী।

ইমা বলেন, “গতকাল রাতেও আমরা একসাথে খেয়ে ঘুমাতে যাই। সকালে ঘুম থেকে উঠে দেখি, আমার স্বামী ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। চিৎকার দিলে প্রতিবেশীরা এসে দেখে এবং পুলিশে খবর দেয়।”

স্থানীয়দের ধারণা, রনি মিয়া আখের রস বিক্রি করে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন। অভাবের তাড়নায় মানসিক চাপে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow