মাগুরায় শিক্ষক প্রতিনিধি সমাবেশ সম্পন্ন

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Jul 13, 2025 - 15:27
 0  2
মাগুরায় শিক্ষক প্রতিনিধি সমাবেশ সম্পন্ন

মাগুরার মহম্মদপুর উপজেলার কাজী সালিমা হক মহিলা কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো শিক্ষক প্রতিনিধি সমাবেশ ২০২৫। শনিবার (১২ জুলাই) দ্যা জিনিয়াস ক্লাবের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপ শিল্প পরিবারের ব্যবস্থাপনা পরিচালক ও বালিদিয়া গ্রামের কৃতী সন্তান, বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল।

সমাবেশে সভাপতিত্ব করেন কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. ইউনুস আলী।

বক্তব্য রাখেন আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক ওয়াছিউজ্জামান বুলবুল, কাজী সালিমা হক মহিলা কলেজের সহকারী অধ্যাপক সৈয়দ আরাফুজ্জামান রিংকু, পলাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ আহমেদ এবং বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম।

সমাবেশটি সঞ্চালনা করেন দ্যা জিনিয়াস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সরকারি বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজের প্রভাষক মো. ইলিয়াস হোসেন।

শিক্ষা উন্নয়নে শিক্ষক সমাজের ভূমিকা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে আয়োজকেরা এ ধরনের কর্মসূচিকে নিয়মিত করার আশাবাদ ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow