ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 13, 2025 - 15:15
 0  2
ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের বেহাল অবস্থা ও যান চলাচলের দুর্ভোগ তুলে ধরে এই সড়ক চার লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে ‘সাধারণ জনগণ’ ব্যানারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রবিবার (১৩ জুলাই) সকাল ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

আয়োজক কমিটির সভাপতি মাহমুদুল হাসান ওয়ালিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আব্দুর তাওয়াব, জেলা আমির বদরউদ্দিন আহমেদ, সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, বিশিষ্ট চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান শামীম, শিক্ষাবিদ এম এ সামাদ, রাজনীতিবিদ ও ব্যবসায়ী ফারিয়ান ইউসুফ, বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী, মিনিবাস মালিক গ্রুপের নেতা দীন মোহাম্মদ দিনু, সমাজকল্যাণ ফ্রন্টের আহ্বায়ক হায়দার মোল্লা, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমিন, কৃষক দলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন মিঠু, গণঅধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক নিতাই রায়, কনজ্যুমার ভয়েসের সাধারণ সম্পাদক রুমন চৌধুরী, সাবেক কাউন্সিলর সৈয়দ আওয়াল হোসেন তনু, আবরার নাঈম ইতু, ইমদাদুল হক খান, দিদারুল ইসলাম শাহ, মো. আরাফাত প্রমুখ।

বক্তারা বলেন, ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের বেহাল দশার কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। সড়কে খানাখন্দের কারণে যাত্রী সাধারণ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে। শুধু সংস্কার নয়, এই মহাসড়ক চার লেনে উন্নীত করা এখন সময়ের দাবি। এই দাবি বাস্তবায়নে কোনো ধরনের আপস নয়, বরং প্রয়োজন হলে বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন তারা।

বক্তারা ঘোষণা দেন, অবিলম্বে মহাসড়কের উন্নয়নকাজ শুরু না হলে আগামী ২৩ জুলাই ফরিদপুরবাসীকে সঙ্গে নিয়ে মহাসড়ক অবরোধ করা হবে। এসময় জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।

মানববন্ধনে ফরিদপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow