নোয়াখালীতে চোর সন্দেহে দিনমজুরকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Dec 3, 2025 - 16:35
 0  5
নোয়াখালীতে চোর সন্দেহে দিনমজুরকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

নোয়াখালীর কবিরহাট উপজেলায় নরোত্তমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ.কে.এম সিরাজ উল্যাহ’র বাড়িতে চোর সন্দেহে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এক আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার হওয়া আসামির নাম মো. লুৎফুর রহমান ওরফে লাতু (৫৯)। তিনি উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের যাদবপুর গ্রামের তাজুল ইসলাম মাস্টার বাড়ির মৃত নজির আহাম্মদের ছেলে।

নোয়াখালী পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) আর এম ফয়জুর রহমান বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল মঙ্গলবার আসামিকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সোমবার সন্ধ্যায় পিবিআই নোয়াখালীর একটি দল উপজেলার যাদবপুর গ্রাম থেকে লাতুকে গ্রেপ্তার করে।

নিহত ব্যক্তি মো. আলাউদ্দিন (২৬) উপজেলার বাটইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাটইয়া গ্রামের মহিন উদ্দিনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

পিবিআই জানায়, ২০২৪ সালের ১ মে রাত সাড়ে ৯টার দিকে নরোত্তমপুর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান এ.কে.এম সিরাজ উল্যাহ’র বাড়ির ঘাটলায় আলাউদ্দিনকে চোর সন্দেহে আটক করে তার বাড়ির কেয়ারটেকার লাতু। এরপর চেয়ারম্যান সিরাজের নির্দেশে লাতুসহ অন্য আসামিরা লোহার রড, লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে আলাউদ্দিনকে মারধর করে গুরুতর জখম করে। আহত আলাউদ্দিনকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে বিকেলে তিনি মারা যান।

ঘটনার পর এ.কে.এম সিরাজ উল্যাহ ও তার পরিবার নিহতের পরিবারকে ন্যায়বিচারের আশ্বাস দিলে, ভিকটিমের বাবা-মা ও আত্মীয়রা বিনা ময়নাতদন্তে তার লাশ গ্রামের বাড়িতে দাফন করেন। পরে নিহতের মায়ের দায়েরকৃত এজাহারের ভিত্তিতে কবিরহাট থানায় হত্যা মামলা রুজু হয়। ১৩ জুন, মৃত্যুর ৩৬ দিন পর লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

পিবিআই এসপি এম ফয়জুর রহমান আরও বলেন, দীর্ঘ ১৭ মাসের নিবিড় তদন্তের পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। তিনি গুরুত্বপূর্ণ তথ্যও জানিয়েছে, যা মামলার তদন্তে অন্য আসামিদের গ্রেপ্তারে সহায়ক হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow