পিআর পদ্ধতি ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে জামায়াতের মানববন্ধন

জাতীয় সংসদ নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে আয়োজন এবং গণভোটের মাধ্যমে ‘জুলাই সনদ’ আইনে অন্তর্ভুক্তিসহ পাঁচ দফা দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে দলটির জেলা শাখা।
ফরিদপুর জেলা জামায়াতের আমির মোহাম্মদ বদরউদ্দিনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াহাবের সঞ্চালনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলার নায়েবে আমির আবু হারিস মোল্লা, সদর উপজেলা আমির মোহাম্মদ জসিম উদ্দিন এবং শ্রমিক ফেডারেশনের সভাপতি এস এম আবুল বাশার। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পিআর পদ্ধতির বিকল্প নেই। এই পদ্ধতিতে দলগুলো তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় নির্বাচনে কারচুপির কোনো সুযোগ থাকবে না। তারা অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং স্বৈরাচারী শাসনের মাধ্যমে জনগণের অধিকার হরণ করা হয়েছে।
বক্তারা আরও বলেন, দেশের ২৬-২৭টি রাজনৈতিক দল পিআর পদ্ধতির পক্ষে থাকলেও মাত্র কয়েকটি দল এর বিরোধিতা করছে। তারা বলেন, বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশেও এই পদ্ধতি চালু হলে জনগণ নির্বিঘ্নে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারবে।
জুলাই সনদ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে এই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, জুলাই সনদ হলো ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য একটি রাজনৈতিক ঐকমত্যের দলিল।
অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি এবং পিআর পদ্ধতিতে ভোট আয়োজনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা। একই সঙ্গে তারা দেশের চাঁদাবাজ, সন্ত্রাসী ও ধর্ষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। শহরের মোট দশটি গুরুত্বপূর্ণ স্থানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশ নেন বলে জানা গেছে। দেশের অন্যান্য জেলাতেও জামায়াতে ইসলামী একই দাবিতে কর্মসূচি পালন করেছে।
What's Your Reaction?






