আলফাডাঙ্গায় ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” সফল করতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ মে) বিকেলে আলফাডাঙ্গা সাবেক সোনালী ব্যাংক চত্বরের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় দুই শতাধিক ছাত্রদল নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ সোহেল শরীফের সভাপতিত্বে এবং আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জব্বার মোল্লার সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য দেন ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, শামীম খান কায়েস, হেমায়েত হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ প্রমুখ।
বক্তারা বলেন, "তারুণ্যের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদলের এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
সভা শেষে নেতাকর্মীরা ঢাকায় অনুষ্ঠেয় সমাবেশে অংশগ্রহণে প্রস্তুতি নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
What's Your Reaction?






