আলফাডাঙ্গায় সীরাতুন্নবী (সা.) উপলক্ষে কুইজ ও পুরস্কার বিতরণ
ফরিদপুরের আলফাডাঙ্গায় সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আন্তশিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আলফাডাঙ্গা উপজেলা শাখা। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে সীরাতচর্চায় উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) দিনব্যাপী আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মাদ্রাসা, স্কুল ও কলেজের ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ৪০ জন শিক্ষার্থী বিজয়ী হন।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন আলফাডাঙ্গা উপজেলা ছাত্রশিবিরের শিক্ষা সম্পাদক হাফেজ মো. মুয়াজ বিন নাসির। এরপর প্রতিভা সাংস্কৃতিক সংসদ, ফরিদপুরের পরিচালক মাহমুদুল হাসান ইসলামিক সংগীত পরিবেশন করেন।
ছাত্রশিবিরের ফরিদপুর জেলা সভাপতি হাফেজ মো. ওবাইদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ও ফরিদপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসুদ।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলার সভাপতি মাওলানা কামাল হোসাইন এবং সাধারণ সম্পাদক এস. এম. হাফিজুর রহমান প্রমুখ।
সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
What's Your Reaction?
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ