ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী প্রস্তুতি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
ফরিদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বর্ণিল পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পুনর্মিলনী আয়োজক পরিষদের আহ্বায়ক ডা. মুস্তাফিজুর রহমান শামীম। সভায় লিখিত বক্তব্য পাঠ করেন প্রাক্তন শিক্ষার্থী ডা. মির্জা আরিফুর রহমান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আয়োজক পরিষদের সদস্য সচিব ও প্রাক্তন শিক্ষার্থী ওয়াহিদ মিয়া কুটি, প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক রাজীব খান, মেহেদী হাসান চন্দন, সজিব হাসান খান, সাইফুজ্জামান চৌধুরী মুক্তা, রাকিবুল হাসান, মইনুল হক পলাশ ও নাজমুল হক রুবেল।
অনুষ্ঠানে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮৪০ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর জিলা স্কুল দেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি। দীর্ঘ ১৮৫ বছরের এই ঐতিহ্যকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রাক্তন শিক্ষার্থীরা আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর ২০২৫ (১০ ও ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ), বৃহস্পতিবার ও শুক্রবার, দুই দিনব্যাপী এক বর্ণাঢ্য পুনর্মিলনী আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন।
আয়োজক পরিষদের পক্ষ থেকে জানানো হয়, পুনর্মিলনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে বিস্তারিত কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। এতে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নানা আয়োজন থাকবে।
শেষে সাংবাদিকদের উদ্দেশে বক্তারা এই মহৎ আয়োজনে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ