অটোভ্যানে করে নির্বাচনী এলাকা ঘুরে প্রশংসায় ভাসছেন শামা ওবায়েদ

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Nov 7, 2025 - 14:55
 0  5
অটোভ্যানে করে নির্বাচনী এলাকা ঘুরে প্রশংসায় ভাসছেন শামা ওবায়েদ

দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে আসেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে এসে তিনি প্রথমে প্রয়াত বাবা, বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন। পরে তিনি অটোভ্যানে করে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে বিএনপি নেতা ফজলুল মতিন বাদশা মিয়ার বাড়িতে এক কর্মীসভায় যোগ দেন।

দলীয় মনোনয়ন পেয়ে অটোভ্যানে করে নির্বাচনী এলাকা ঘোরার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রশংসার ঝড় ওঠে। অনেকে মন্তব্য করেন বাবার মতোই জনগণের কাছে ফিরে এসেছেন শামা ওবায়েদ। কেএম ওবায়দুর রহমানও পায়ে হেঁটে ও ভ্যানে করে জনগণের পাশে থেকেছেন, আজ তাঁর যোগ্য উত্তরসূরি মাঠে।

কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, তা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে আমরা বিশ্বাস করি। জনগণের ভোটেই বিএনপি বিজয়ী হবে।

তিনি আরও বলেন, বিগত দিনে কিছু মানুষ হাজার কোটি টাকার মালিক হয়েছে, আবার কেউ না খেয়ে থেকেছে এটাই বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধেই আমাদের ভাই-বোনেরা রক্ত দিয়েছে। তাদের ত্যাগের বিনিময়েই আজ আমরা গণতন্ত্রের পথে হাঁটছি।

বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে শামা ওবায়েদ বলেন, আশির দশকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৯ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে দেশ গণতন্ত্র ফিরে পায়। তিনি উপমহাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন। অথচ জঘন্য মিথ্যা মামলায় তাঁকে ছয় বছর কারাবন্দি থাকতে হয়েছে। এখন তিনি অসুস্থ তাঁর সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।

নিজের বাবার স্মৃতিচারণ করে তিনি বলেন, অনেক রাজনীতিক টাকা-পয়সা, বাড়ি-গাড়ি করেছেন কিন্তু আমার বাবা ব্যাংকে দেনা রেখে মারা গেছেন। তবে তিনি আমার জন্য সবচেয়ে বড় সম্পদ রেখে গেছে সালথা-নগরকান্দার মানুষ।

তিনি আরও যোগ করেন, আমি দীর্ঘ ১৭ বছর ধরে এখানকার মানুষের জন্য কাজ করছি। যদি সংসদে যেতে পারি, তাহলে আরও বেশি সেবা করতে পারব।

সভায় সভাপতিত্ব করেন সাবেক বিএনপি নেতা ফজলুল মতিন বাদশা মিয়া।

এসময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা কামরুল ইসলাম মজনু, ইব্রাহিম মেম্বার, রফিক মাতুব্বর, পাবেল রায়হান প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow