জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আলফাডাঙ্গায় সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Jan 7, 2026 - 20:52
 0  4
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আলফাডাঙ্গায় সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

‎জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (০৭ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী  উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী বলেন,শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, নেতৃত্ব ও মানবিক গুণাবলি অর্জনের জন্য এমন প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সঠিক পথে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

‎বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক বলেন,জাতীয় শিক্ষা সপ্তাহের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয়। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদেরকে প্রযুক্তিনির্ভর, মূল্যবোধসম্পন্ন ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
‎অনুষ্ঠানে রচনা, বিতর্ক, কুইজ, সংগীত, নৃত্যসহ বিভিন্ন সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow