জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আলফাডাঙ্গায় সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৭ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী বলেন,শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, নেতৃত্ব ও মানবিক গুণাবলি অর্জনের জন্য এমন প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সঠিক পথে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক বলেন,জাতীয় শিক্ষা সপ্তাহের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয়। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদেরকে প্রযুক্তিনির্ভর, মূল্যবোধসম্পন্ন ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে রচনা, বিতর্ক, কুইজ, সংগীত, নৃত্যসহ বিভিন্ন সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা
What's Your Reaction?
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ