ফরিদপুরে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 5, 2025 - 00:29
 0  4
ফরিদপুরে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে সংগঠনটির মূলদল ও সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে ফরিদপুরে এক সাংগঠনিক জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকেলে সদর উপজেলার সি অ্যান্ড বি ঘাটে এ জনসভা ও র‍্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আয়োজন করে জাকের পার্টির ফরিদপুর সদর উপজেলার ৫নং ডিক্রিরচর ইউনিয়ন শাখা। ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রাজ্জাক ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক জেলা-৩ এর সভাপতি ওয়াহিদুজ্জামান মান্নান।

সভায় আরও বক্তব্য রাখেন মৎস্যজীবী জাকের পার্টির জেলা সভাপতি রুবেল শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম খান।

এর আগে ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি আক্কাস ব্যাপারীর বাড়ির সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে জাকের পার্টির মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্ট, কৃষক ফ্রন্ট, মৎস্যজীবী ফ্রন্টসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

র‍্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সি অ্যান্ড বি ঘাটে এসে জনসভাস্থলে শেষ হয়। জনসভায় বক্তারা সংগঠনের আদর্শ ও কর্মসূচি তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow