ইন্দুরকানীতে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা : গ্রেফতার- ১
পিরোজপুরের ইন্দুরকানীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইয়াছিন হাওলাদার নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলা সদরের ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী জায়েদা আক্তার (১৩) এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী এবং সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামের নজরুল শিকদারের মেয়ে। বিকালে প্রাইভেট পড়তে যাবার পথে অভিযুক্ত ইয়াছিন সহ ৩/৪ জন বখাটে মেয়েটিকে ইজিবাইক থেকে জোর করে নামিয়ে ফায়ার সার্ভিস অফিসের পূর্ব পাশে একটি সুপারি বাগানে নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ইয়াছিন সহ বখাটেরা পালিয়ে যায়। পরে এ ঘটনায় ভুক্তভোগীর বোন রুনা আক্তার বাদী হয়ে রাতে ইন্দুরকানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলায় আসামিরা হলেন দক্ষিণ ইন্দুরকানী গ্রামের বাসিন্দা মৃত মনির হাওলাদারের ছেলে মো. ইয়াছিন হাওলাদার (২৪), মিজানুর রহমান শেখের ছেলে মো. নাজমুল শেখ (২০), ইয়াছিন গাজীর ছেলে মো. রাজু গাজী (২০) এবং তোফাজ্জেল আকনের ছেলে জিহাদ আকন (২২)।
পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ইয়াছিন হাওলাদারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মোস্তফা জাফর বলেন, “ঘটনার বিষয়ে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছি বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
What's Your Reaction?
মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ