কাউখালী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে এক মহতী ও মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও কাউখালীর কৃতি সন্তান মোঃ জসিম উদ্দিন-এর ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন।
শনিবার সকাল ১০টায় কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা শ্রেণি-পেশার মানুষের ভিড় জমতে থাকে। তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক দিনভর রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেন। শুধু তাই নয়, ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের বিনামূল্যে ঔষধও সরবরাহ করা হয়, যা এই আয়োজনকে এক নতুন মাত্রা দেয়।
এই মহতী উদ্যোগের প্রধান আয়োজক ও উদ্বোধক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মোঃ জসিম উদ্দিন বলেন, "রাজনীতির মূল উদ্দেশ্যই হলো জনগণের সেবা করা। সেই লক্ষ্য থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে উপজেলার সাধারণ মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।" তিনি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মনি, সদস্য সচিব মোঃ তৌহিদুল ইসলাম, কাউখালী উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব হোসেন তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আশরাফুল ইসলাম সেতু, কাউখালী সরকারি কলেজের ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ ইমরান এবং স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
স্বেচ্ছাসেবক দলের এই ব্যতিক্রমী ও মানবিক আয়োজনটি স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।
What's Your Reaction?






