পিরোজপুর জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Oct 16, 2025 - 20:01
 0  3
পিরোজপুর জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর)  পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিলশেডে অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে এ কিট প্যারেড অনুষ্ঠিত হয়। 

পিরোজপুর জেলা  পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরর নির্দেশে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। 

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অফিসার ও ফোর্সদের সরকারি ইস্যুকৃত পোশাক, সরঞ্জামাদি ও সামগ্রিক উপস্থাপন নিবিড়ভাবে পরিদর্শন করেন। তিনি পোষাক-পরিচ্ছদ ও সরঞ্জামের যথাযথ ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও বাহিনীর মর্যাদা রক্ষার প্রতি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “বাংলাদেশ পুলিশ একটি সু-শৃঙ্খল ও পেশাদার বাহিনী। আমাদের পোশাক, আচরণ ও উপস্থাপনায় সেই শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতিফলন ঘটাতে হবে।”

এ সময় আরআই পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow