অপহরণ মামলায় ইন্দুরকানীর তিনজনকে ১০ বছরের কারাদণ্ড

পিরোজপুরের ইন্দুরকানীতে মো. রুবেল হোসেন নামে এক যুবককে অপহরণের মামলায় তিন আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মুক্তাদির আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের আশরাফ আলী ফকিরের ছেলে ইলিয়াস ফকির (৪৩), তার ভাই আবুল ফকির (৪৬) এবং ইন্দুরকানী গ্রামের আব্দুস সাত্তার খানের ছেলে রুহুল খান (৫০)। আদালত তাদের প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৫ নভেম্বর সেউতিবাড়িয়া গ্রামের মসজিদে নামাজ পড়ার সময় রুবেল হোসেনকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যান আসামিরা। এ সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। পরে তাকে নদীর পাড়ে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন চালানো হয়। রুবেলের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে অপহরণকারীরা পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেন।
ঘটনার আট দিন পর রুবেলের পক্ষ থেকে ইন্দুরকানী থানায় অপহরণ মামলা দায়ের করা হয়। মামলায় তদন্ত শেষে ১২ জন সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।
সরকারি কৌঁসুলি (এপিপি) ওয়াহিদ হাসান বাবু বলেন, ‘আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ দেন। এটি ন্যায়বিচারের একটি দৃষ্টান্ত।’
What's Your Reaction?






