সাভারে রং মিস্ত্রি হত্যায় প্রধান আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলিসহ উদ্ধার

মোঃ শামীম আহমেদ, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
May 23, 2025 - 21:05
 0  2
সাভারে রং মিস্ত্রি হত্যায় প্রধান আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলিসহ উদ্ধার

সাভারে রং মিস্ত্রি শাহীনকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামি মেহেদী হাসানকে (৬৪) অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। নিহতের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে স্বীকার করেছেন অভিযুক্ত মেহেদী।

র‌্যাব-৪ এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান, বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের গাছা থানার তারগাছ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানের সময় তার হেফাজত থেকে একটি লাইসেন্সকৃত রিভলভার ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান জানিয়েছেন, পূর্ব শত্রুতার জেরে বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি শাহীনকে রিভলভার দিয়ে গুলি করেন, যাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উল্লেখ্য, সোমবার (১৯ মে) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ইয়ামিন চত্বর ব্যাংক কলোনি এলাকায় (সাবেক এমপি সালাউদ্দিন বাবুর বাড়ির সামনে) এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত শাহীন (২৮) ইয়ামিন চত্বর এলাকার বরুন দাসের গ্যারেজে রং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। তিনি সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর এলাকার বাসিন্দা কবির হোসেনের ছেলে।

ঘটনার পর থেকে আসামি মেহেদী পলাতক ছিলেন। তবে র‌্যাবের তৎপরতায় শেষ পর্যন্ত তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow