সদরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ পালিত
ফরিদপুরের সদরপুর উপজেলায় মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচির মাধ্যমে জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হয়। সকাল সাড়ে ৮টায় সদরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সকাল সাড়ে ৯টায় উপজেলা স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, নৈতিকতা ও ঐক্যের ভিত্তিতে স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে এতিমখানা ও হাসপাতালে উন্নতমানের খাবার বিতরণ, শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, সদরপুর থানার অফিসার ইনচার্জ মামুন শাহসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
What's Your Reaction?
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ