মহম্মদপুর থানায় নবাগত ওসির যোগদান
মাগুরার মহম্মদপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আশরাফুজ্জামান। সোমবার (৮ ডিসেম্বর) অপরাহ্নে থানার ওসি (তদন্ত) খায়রুল ইসলামের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
খুলনা রেঞ্জ থেকে লটারির মাধ্যমে মহম্মদপুর থানায় পদায়ন পাওয়া এ পুলিশ কর্মকর্তা সর্বশেষ লালমনিরহাট জেলার অপরাধ শাখায় দায়িত্ব পালন করেছেন। ফরিদপুরে জন্ম নেওয়া আশরাফুজ্জামান ২০০০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন এবং দুই দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন ইউনিট ও থানায় নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
দায়িত্ব গ্রহণ শেষে ওসি মো. আশরাফুজ্জামান বলেন, “মহম্মদপুরকে মাদক, দাঙ্গাহাঙ্গামা ও চাঁদাবাজিমুক্ত রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আইন-শৃঙ্খলা সুদৃঢ় করতে কমিউনিটির সহযোগিতা অপরিহার্য। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবার সমর্থনই আমার প্রেরণা।”
What's Your Reaction?
বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ