২০২৬ বিশ্বকাপে ম্যাচ হবে “চার-চতুর্থাংশ” — প্রতি হাফে ৩ মিনিটের পানি বিরতি

খেলা ডেস্কঃ
Dec 9, 2025 - 13:35
 0  5
২০২৬ বিশ্বকাপে ম্যাচ হবে “চার-চতুর্থাংশ” — প্রতি হাফে ৩ মিনিটের পানি বিরতি

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা FIFA ঘোষণা করেছে, ২০২৬ সালের বিশ্বকাপে প্রতিটি ম্যাচে প্রতিটি হাফের ২২ মিনিট শেষে ৩ মিনিটের বাধ্যতামূলক “হাইড্রেশন ব্রেক” থাকবে।

ফিফা বলেছে, “মাঠ, গ্যালারি বা তাপমাত্রা যাই হোক না কেন — প্রতিটি ম্যাচেই বিরতি হবে।”

আগে শুধু গরম বা উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে কখনো কখনো পানি বিরতি দেওয়া হতো। কিন্তু নতুন নিয়মের আওতায়, এবার সেই শর্ত থাকছে না — ৩ মিনিটের বিরতি প্রতিটি হাফেই, প্রতিটি ম্যাচেই।

ফিফার উদ্দেশ্য হলো খেলোয়াড়দের নিরাপত্তা ও স্বাস্থ্যের দিকে নজর রাখা। একইসঙ্গে, নিয়ম পরিবর্তনের ফলে ম্যাচের গতি, সময়সূচি ও ব্যবস্থাপনায় একটি নতুন ধারা আসবে।

বিশ্বকাপে একে মাইলফলক হিসেবে দেখা হচ্ছে — পূর্বে যেকোনো ম্যাচে ‘হাইড্রেশন ব্রেক’ ছিল সুযোগভিত্তিক; এবার সেটি প্রতিটি ম্যাচের অংশ হয়ে গেল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow