সাভারে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনার সময় ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব ও তার সঙ্গে থাকা ফোর্স ৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিঃ তারিখে সকাল ৫:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন জাহাঙ্গীর নগর সোসাইটি এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আব্দুল কাদির রাশেদ (৪৭)। তিনি পিতা মোঃ ইদ্রিস শেখ ও মাতা আনোয়ারা বেগমের ছেলে। তার ঠিকানা দক্ষিণ ক্যাবলনগর, থানা-পালং মডেল, জেলা-শরীয়তপুর। বর্তমানে তিনি জাহাঙ্গীর নগর সোসাইটি, রোড নং-০৩, বাড়ি নং-১৬, থানা-সাভার মডেল, জেলা-ঢাকায় বসবাস করছেন। গ্রেফতারকালে তার কাছ থেকে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশি পর্যালোচনার মাধ্যমে জানা গেছে, মোঃ আব্দুল কাদির রাশেদের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে শরীয়তপুরের পালং মডেল থানায় ১৯ মে, ২০২৩ তারিখে মামলা নং-৯০৫ রুজু হয়। এছাড়া ঢাকা জেলার সাভার থানায় ৩০ ডিসেম্বর, ২০১৯ তারিখে মামলা নং-৫৯/১১৪৩ এবং ডিএমপি লালবাগ থানায় ২৯ অক্টোবর, ২০২২ তারিখে মামলা নং-৪৮ রেকর্ড রয়েছে। এছাড়াও ডিএমপি কামরাঙ্গীরচর থানায় ২৫ জুলাই, ২০২২ তারিখে মামলা নং-৩৭/৪০৬ দায়ের করা হয়েছে। মামলাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং পেনাল কোডের বিভিন্ন ধারায় অভিযুক্ত হিসেবে তার নাম রয়েছে।
উক্ত আসামীর বিরুদ্ধে বর্তমানে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ অভিযান অব্যাহত রেখেছে এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে।
What's Your Reaction?
মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ