সাভারে ডিবির জালে মাদক ব্যবসায়ী

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jul 22, 2025 - 13:24
 0  3
সাভারে ডিবির জালে মাদক ব্যবসায়ী

মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ঢাকার সাভারে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ১৫৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৭,৬০০ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সাভার মডেল থানার রাজাশন এলাকায় এই সফল অভিযানটি পরিচালিত হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানের নির্দেশনায় এবং জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর নেতৃত্বে এই অভিযান চলে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোঃ আঃ মুত্তালিব ও তার দল রাজাশন পালোয়ান পাড়ার রাজু মিয়ার ভাড়া বাসা থেকে মোঃ বিপ্লব হাসানকে (২৮) গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত বিপ্লব জামালপুর জেলার মেলান্দহ থানার কাজাইকাটা গ্রামের খায়রুল ইসলামের ছেলে। তিনি সাভারের ওই ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে ডিবি সূত্রে জানা গেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow