আশুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ পেশাদার মাদক কারবারি ডিবি পুলিশের জালে
ঢাকার আশুলিয়ায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ জানুয়ারি, ২০২৬) রাতে আশুলিয়ার উত্তর গাজিরচট ও ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে এসআই কাজী কামাল মিয়ার নেতৃত্বে একটি দল আশুলিয়ার উত্তর গাজিরচট এলাকায় অভিযান চালায়। এ সময় ৫০ পিস ইয়াবাসহ মো. রাসেল মিয়া (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। রাসেল ময়মনসিংহের তারাকান্দা থানার সরলপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে। তিনি আশুলিয়ার হাজীপাড়া এলাকায় ভাড়া থাকতেন।
এরপর রাত সাড়ে ১১টার দিকে এসআই মো. মতিউর রহমানের নেতৃত্বে আশুলিয়ার ইয়ারপুর এলাকায় অপর একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও ৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—গোপালগঞ্জের কাশিয়ানি থানার ভাদুলিয়া গ্রামের মৃত লুৎফর সরদারের ছেলে মো. আলিম (৪৮) এবং ফরিদপুরের মধুখালি থানার চর বালিয়াডাঙ্গা গ্রামের ওদুদ মোল্লার ছেলে মো. মিন্টু মোল্লা (৩০)। তারা উভয়েই আশুলিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের অতীত অপরাধের রেকর্ড (পিসিপিআর) পর্যালোচনা করে দেখা গেছে, আসামি মো. আলিমের বিরুদ্ধে ইতিপূর্বে ৫টি এবং মো. রাসেল মিয়ার বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০ (ক) ধারায় পৃথক দুটি মামলা (মামলা নং-২৬ ও ২৭) দায়ের করা হয়েছে। আজ বুধবার (৮ জানুয়ারি) তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
What's Your Reaction?
মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ