সাভারে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে সাভার থেকে ৩০ পিস ইয়াবাসহ মোঃ নাজমুল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় ঢাকা জেলার ডিবি (উত্তর) এই অভিযান পরিচালনা করে।
শনিবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে সাভার মডেল থানাধীন সাভার নয়াবাড়ি রেডিও কলোনি এলাকা থেকে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) জুয়েল মিয়া ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় নাজমুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ নাজমুল মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার লাঙ্গল আলা গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে। বর্তমানে তিনি সাভারের জামসিং এলাকায় বসবাস করতেন।
নাজমুলের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
What's Your Reaction?
মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ