বান্দরবানের থানচি বলিবাজারে আগুনে পুড়ল ১৩টি দোকান

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Oct 26, 2025 - 12:36
 0  5
বান্দরবানের থানচি বলিবাজারে আগুনে পুড়ল ১৩টি দোকান

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের বলিবাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার গভীর রাতে হঠাৎ করে লাগা এই আগুনে ব্যবসায়ীদের প্রায় ৩ কোটি ৩৫ লক্ষাধিক টাকার মালামাল ও নগদ অর্থ পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গত দেড় বছরের মধ্যে এটি এলাকায় তৃতীয় বারের মতো বড় অগ্নিকাণ্ডের ঘটনা।

স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বাজারের একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। রাত গভীর হওয়ায় সবাই ঘুমে আচ্ছন্ন ছিলেন।

বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি অংসিংম্যা মারমা বলেন, "হঠাৎ বাজারে দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে হৈচৈ শুনে দোকান থেকে বের হয়ে দেখি আগুন জ্বলছে। টিটু দাশের রেস্টুরেন্ট ও জাফর আহম্মদের সারের দোকানের মাঝখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।" মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে।

বাজারের পাশে বাগান পাড়ার বাসিন্দা মংলুং মারমা জানান, "হঠাৎ বাজার থেকে হৈচৈ শুনে ঘর থেকে বের হয়ে দেখি আকাশে আগুনের শিখা। দেখামাত্রই মোটরসাইকেল নিয়ে বাজারের দিকে ছুটে আসি। আশপাশের এলাকার আরও অনেকেই ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে।"

খবর পেয়ে থানচি থানা ফায়ার স্টেশনের ফায়ার লিডার পিয়ার মোহাম্মদ দুটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নেভানো ও উদ্ধার তৎপরতা শুরু করেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আগুনে ক্ষতিগ্রস্ত কাপড় ব্যবসায়ী হ্লায়ইচিং মারমা আক্ষেপ করে বলেন, "আমার দুর্ভাগ্য খুব বেশি। ২০২০ সালে ১০৯টি দোকান এবং ২০২৩ সালেও একবার রাতে আগুনে প্রায় ৫০টি দোকান ভস্মীভূত হয়েছিল। আজ আবারও পুড়লো। এবারও মালামাল সরানোর সুযোগ পেলাম না।"

বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমা জানান, আগুনের ঘটনা জানার পরপরই তিনি বাজারে এসেছেন এবং এলাকার মানুষের সাথে কথা বলেছেন। তিনি সরেজমিনে ১৩টি ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করে প্রায় ৩ কোটি ৩৫ লক্ষাধিক টাকার ক্ষতি নিরূপণ করেছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তা করার ব্যবস্থা নেওয়া হবে এবং উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদুল্লাহ-আল-ফয়সাল বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনের প্রশিক্ষণের জন্য ঢাকায় অবস্থান করলেও বলিপাড়া বাজারের অগ্নিকাণ্ডের বিষয়ে অবগত আছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, "প্রশাসনের পক্ষ থেকে আজ ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হবে। এছাড়াও বান্দরবান জেলা প্রশাসক মহোদয়কে বিস্তারিত জানানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow