লামায় পাহাড় কাটায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা

লামায় পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করার দায়ে কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।
পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম বাশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ধারার আওতায় পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের কারণে তিনটি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।”
এর মধ্যে পাহাড় কাটার অপরাধে এনফোর্সমেন্ট মামলা নম্বর ৩৭/২৫ অনুযায়ী কোয়ান্টাম ফাউন্ডেশনকে সর্বোচ্চ ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া, পরিবেশ ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা করে পরিবেশ দূষণের দায়ে খাগড়াছড়ির পানছড়িস্থ সততা ব্রিক্স এন্টারপ্রাইজকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি এলাকার মোঃ কবির হোসেনের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে নিয়মিত মামলা করার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
প্রতিবেশ ও পরিবেশ রক্ষায় এ ধরনের পদক্ষেপের ফলে স্থানীয়ভাবে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপরাধ দমনে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
What's Your Reaction?






