রাজশাহীতে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজশাহীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চন্দ্রিমা থানা পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়া বড় মসজিদ মোড় এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মো: জুম্মন ইসলাম শান্ত (২৬)। তিনি রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম হাউজিং কোয়ার্টার এলাকার বাসিন্দা। তার বাবার নাম নুরুল বাশার।
চন্দ্রিমা থানা সূত্রে জানা গেছে, পুলিশ ওই রাতে ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হয়েছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, এক যুবক দেশীয় অস্ত্রসহ নির্মাণাধীন একটি ভবনে অবস্থান করছে ছিনতাইয়ের উদ্দেশ্যে।
তাৎক্ষণিকভাবে এসআই মো: আব্দুল হাকিম সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জুম্মন ইসলাম শান্তকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে চাইনিজ কুড়াল, স্টিলের চাকু, হাসুয়া, দুইটি হাতুড়ি, একটি জিআই পাইপ, একটি প্লাস এবং কাঠের তৈরি একটি হকিস্টিক উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শান্ত জানিয়েছে, সে ওই এলাকায় প্রায়ই অবস্থান করতো এবং ছিনতাইয়ের উদ্দেশ্যে এসব দেশীয় অস্ত্র রাখতো। পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং ছিনতাই ছিল তার মূল পেশা।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে চন্দ্রিমা থানা পুলিশ।
What's Your Reaction?






