সরাইলে ছিনতাইকারীদের হামলায় ব্যবসায়ী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ছিনতাইকারীদের হামলায় মোস্তফা কামাল (৫৫) নামে এক মুদি দোকানি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কালিকচ্ছ ইউনিয়নের নন্দিপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল ওই গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে রাতে বাড়ি ফিরছিলেন মোস্তফা কামাল। পথে নন্দিপাড়া সড়কে পূর্বপরিকল্পিতভাবে ওঁত পেতে থাকা ৪-৫ জন ছিনতাইকারী তাকে গতিরোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে এবং সঙ্গে থাকা মালপত্র ও নগদ অর্থ লুটে নেয়।
রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক অনুপস্থিত থাকায় দ্রুত ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি—সেখানে কর্তব্যরত চিকিৎসক মোস্তফা কামালকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, মোস্তফা কামাল এর আগেও একাধিকবার ছিনতাইয়ের শিকার হয়েছেন। পরিবারটি দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছিল।
এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কীভাবে হত্যাকাণ্ড সংঘটিত হলো, তা উদঘাটনে কাজ চলছে।”
What's Your Reaction?






