গাজীপুরে ইমাম রইস উদ্দিন হত্যার দাবিতে আখাউড়ায় মানববন্ধন

শাহাবউদ্দিন আহমেদ, আখাউরা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
May 4, 2025 - 23:58
 0  2
গাজীপুরে ইমাম রইস উদ্দিন হত্যার দাবিতে আখাউড়ায় মানববন্ধন

গাজীপুরে ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরীর সাবেক সভাপতি ইমাম রইস উদ্দিনের নির্মম হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আখাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ মে) বিকেল ৪টা ৩০ মিনিটে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে আখাউড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ও বিভিন্ন দরবার শরীফের সম্মিলিত উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন দরবার শরীফের অনুসারী, স্থানীয় আহলে সুন্নাত ওয়াল জামাতের কয়েক শতাধিক মুসল্লি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি পরিচালনা করেন মাওলানা মানছুর হাল্লাজ শাহীন। এ সময় বক্তব্য রাখেন মাওলানা কাজী গোলাম সামদানি (গঙ্গাসাগর দরবার শরীফ), মাওলানা শেখ বোরহান রেজা, সৈয়দ সাহিদুজ্জামান বাবু (প্রতিনিধি, তারাগন দরবার শরীফ), আবুল ফারুক বকুল (সহ-সভাপতি, উপজেলা বিএনপি), মো. শাহাবউদ্দিন আহমেদ (সাংবাদিক ও সাংগঠনিক সম্পাদক, বিএমএসএফ আখাউড়া), মুফতি রেদওয়ান রেজা (খতিব, রেলস্টেশন জামে মসজিদ) এবং মাওলানা গোলাম হাক্কানী।

বক্তারা বলেন, “ইমাম রইস উদ্দিনের নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এমন জঘন্য ঘটনা রোধে পুলিশ ও প্রশাসনের তদারকি জোরদার করা জরুরি।”

তারা আরও বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠান, খানকা, মাজার, দরবার শরীফ ও আলেম সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অবিচার রুখতে সামাজিক সচেতনতা বাড়ানো এবং গণমাধ্যমে নিয়মিত অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রচার করা প্রয়োজন।”

বক্তারা ঘোষণা দেন, রইস উদ্দিন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একই সঙ্গে ধর্মীয় অধিকার রক্ষায় ভবিষ্যতে গণঅবস্থান, ধর্ণা ও প্রতিবাদ চালিয়ে যাওয়ার পাশাপাশি, ভুক্তভোগী পরিবারকে আইনি ও সামাজিক সহায়তা প্রদানের লক্ষ্যে মানবাধিকার সংগঠন ও সাংবাদিকদের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ে দাবি তোলার আহ্বান জানান তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow