ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে উদ্ধার হলো চুরি যাওয়া ৫টি স্মার্টফোন

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Jul 22, 2025 - 13:20
 0  4
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে উদ্ধার হলো চুরি যাওয়া ৫টি স্মার্টফোন

চুরি করে পার পাওয়া যাবে, এমন ধারণা ভুল প্রমাণ করলো বিজয়নগর থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে চুরির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই এক চোরকে গ্রেফতার করার পাশাপাশি উদ্ধার করা হয়েছে চুরি হওয়া পাঁচটি স্মার্টফোনই। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারে স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশের তৎপরতায় জনমনে আস্থা বেড়েছে।

ঘটনার সূত্রপাত হয় ২১ জুলাই রাতে। ওইদিন রাত ১২টা ১৫ মিনিট থেকে ভোর ৪টার মধ্যে উপজেলার ৭ নং সিংগারবিল ইউনিয়নের কাঞ্চনপুর এলাকায় মোহাম্মদ মুসলিম মিয়া ও তার ভাইয়ের বসতঘরে ঢুকে চোর বা চোরেরা মোট পাঁচটি স্মার্টফোন চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ মুসলিম মিয়া বাদী হয়ে বিজয়নগর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করলে পুলিশ একটি মামলা রুজু করে।

মামলার তদন্তের দায়িত্ব পেয়েই মাঠে নামেন উপ-পরিদর্শক (এসআই) মো. কুদ্দুস আলী। তিনি তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুততার সাথে অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত আব্দুল আলিমকে (২৬) শনাক্ত এবং পরবর্তীতে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আলিম উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কচুয়ামুড়া গ্রামের নানু মিয়ার ছেলে।

গ্রেফতারের পর তার হেফাজত থেকে চুরি হওয়া পাঁচটি মোবাইল ফোনই উদ্ধার করা হয় এবং নিয়ম অনুযায়ী জব্দ তালিকা মূলে তা জব্দ করা হয়। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আটককৃত আসামিকে পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজয়নগর থানা পুলিশ জানিয়েছে, এই চুরির ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow