মুন্সীগঞ্জে এনসিপির পদযাত্রা: নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ের ঘোষণা

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ শহরে পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দুপুর ১২টায় শহরের কৃষি ব্যাংক চত্বরে আয়োজিত পথসভায় দেশের স্বাস্থ্য, শিক্ষা, যাতায়াতসহ নানা সংকট তুলে ধরে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আন্দোলনের ঘোষণা দেন দলের শীর্ষ নেতারা।
পথসভায় প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, “মুন্সীগঞ্জ একসময় ছিলো উপমহাদেশের শিক্ষা-সাংস্কৃতিক কেন্দ্র। অথচ আজ এখানকার স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও কর্মসংস্থানের চিত্র ভয়াবহ। কিন্তু আমরা মাথা নত করবো না— ঐতিহ্যের বিক্রমপুর, ইদ্রাকপুরের ইতিহাস ধারণ করেই মুন্সীগঞ্জ আবার মাথা উঁচু করে দাঁড়াবে।”
তিনি আরও বলেন, “আরেকটি লড়াই সামনে। সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। আমাদেরকে হামলা-মামলা দিয়ে দমন করা যাবে না। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই মুজিববাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চলবে।”
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “মুন্সীগঞ্জের হাজারো মানুষ প্রবাসে। তাদের ভোটাধিকার আদায়ে আমরা সোচ্চার। আপনারাও সরব হোন।”
এ সময় নাহিদ ইসলাম উপস্থিতদের সঙ্গে জুমার নামাজ আদায় ও শহিদদের জন্য দোয়া করার আহ্বান জানান।
কেন্দ্রীয় নেতা সারজিস আলম তার বক্তব্যে বলেন, “জুলাই গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা গণহত্যার নির্দেশদাতা দিল্লিতে থাকা হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে। দেশের ভেতর ও বাইরে গণহত্যার ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেফতার করে সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি, ডা. তাসনিম জারা, সামান্তা শারমিনসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা।
পদযাত্রা ঘিরে সকাল থেকেই শহরে কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাবাহিনীকেও সতর্ক অবস্থানে দেখা যায়।
What's Your Reaction?






