সুইলস বাংলাদেশের উদ্যোগে গণ বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
সাভারে সুইলস বাংলাদেশ কর্তৃক স্টোর,ওয়্যারহাউজ, ইনভেন্টরি, লজিস্টিক্স ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দিনব্যাপী সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের সাপ্লাই চেইন প্রফেশনালদের দক্ষতা বৃদ্ধি এবং নতুনদের দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট খাতের প্রফেশনালরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় অভিজ্ঞ ট্রেইনাররা সাপ্লাই চেইনের বিভিন্ন সেগমেন্ট নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণার্থীরা স্টোর ও ওয়্যারহাউজ ব্যবস্থাপনা, ইনভেন্টরি কন্ট্রোল, লজিস্টিক্স অপারেশন এবং সাপ্লাই চেইনের আধুনিক পদ্ধতি ও প্রযুক্তি সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করেন। পাশাপাশি একে অন্যের সাথে পারস্পরিক নেটওয়ার্কিংয়ের সুযোগও কাজে লাগান।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো.ইকরামুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপদেস্টা আাসাদুল হক শাওন,জসিম উদ্দিন,শাহরুজজামান,সাদেকুল ইসলাম,গোলাম ছারওয়ার,নাফিদুল ইসলাম,হাফিজুর রহমান সহ এই সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানবৃন্দ।
আমন্ত্রিত অতিথিরা সাপ্লাই চেইন খাতের ভবিষ্যৎ সম্ভাবনা, কর্মক্ষেত্রে সুযোগ এবং দেশের অর্থনীতিতে এই সেক্টরের উল্লেখযোগ্য ভূমিকার ওপর আলোকপাত করেন।
এছাড়াও অনুষ্ঠানে সুইলস বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের সদস্য, শিল্প বিশেষজ্ঞ, শিক্ষক ও অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,সুইলস বাংলাদেশের এডমিন প্যানেলের মোঃআবদুর রহিম,মোঃ জিয়াউল ইসলাম, সর্দার মোঃ জাহাঙ্গীর, ইমরান শেখ, ইফরাত আল আমিন, জাহিদুল ইসলাম, হাসিবুল ইসলাম লালন, মেহেদী হাসান, শামসুজ্জামান, মোসলেহ উদ্দিন, মোয়াবিয়া আমীর সহ প্রমুখ।
প্রোগ্রাম শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেটসহ বিভিন্ন পুরষ্কার ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
উল্লেখ্য, সুইলস বাংলাদেশ হলো স্টোর, ওয়্যারহাউজ, ইনভেন্টরি, লজিস্টিক্স ও সাপ্লাই চেইন প্রফেশনালদের একটি প্ল্যাটফর্ম, যার লক্ষ্য দক্ষ প্রফেশনাল লিডার তৈরি করা। এছাড়াও সংগঠনটি দেশের কল্যাণে সামাজিক, সাংস্কৃতিক, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে।
What's Your Reaction?
মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ