১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কোদালিয়া শহীদনগর বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন

শফিকুল ইসলাম মন্টু, স্টাফ রিপোর্টারঃ
Dec 14, 2025 - 11:42
 0  6
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কোদালিয়া শহীদনগর বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন

মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক শোকাবহ দিন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা  কোদালিয়া শহীদনগর বধ্যভূমিতে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

রবিবার  (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় কোদালিয়া শহীদনগর বধ্যভূমির গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে অংশ নেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় ইমাম ও ধর্মীয় ব্যক্তিবর্গ। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরাজ শারবীন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আফরোজা হক তানিয়া,থানা অফিসার আজাদ সামদানী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা  আব্দুল্লাহিল আবরার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র চালিয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ কখনো ভোলার নয়। তাদের আদর্শ ধারণ করেই দেশ গঠনে এগিয়ে যেতে হবে।

বক্তারা আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ বুদ্ধিজীবীদের অবদান নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে এবং ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow