১০ টাকায় ইলিশ বিক্রি করে আলোচনায় আসা রায়হানের মনোনয়ন বৈধ ঘোষণা

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
Jan 3, 2026 - 14:59
 0  10
১০ টাকায় ইলিশ বিক্রি করে আলোচনায় আসা রায়হানের মনোনয়ন বৈধ ঘোষণা

‎১০ টাকায় ইলিশ মাছ ও ১ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করে আলোচনায় আসা জাতীয় পার্টির প্রার্থী মুফতি রায়হান জামিলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

‎ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী মুফতি রায়হান জামিলের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সম্পূর্ণ বৈধ বলে ঘোষণা করা হয়।

‎শনিবার (০৩ জানুয়ারি) সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই কার্যক্রম শেষে রিটার্নিং কর্মকর্তা এ ঘোষণা দেন।

‎মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে ফরিদপুর-৪ আসনের জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

‎মুফতি রায়হান জামিল বলেন, “মনোনয়নপত্র বৈধ ঘোষণার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ার আরেকটি ধাপ সফলভাবে অতিক্রম করেছি। ফরিদপুর-৪ আসনের মানুষের অধিকার, উন্নয়ন ও কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই। ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই এগিয়ে যেতে চাই। সকল নেতাকর্মী ও এলাকাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

‎উল্লেখ্য, মুফতি রায়হান জামিল দীর্ঘদিন ধরে ফরিদপুর-৪ আসনে সমাজসেবা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে পরিচিত। গত ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ মাছ, ৩০ নভেম্বর ১ টাকা কেজি দরে গরুর মাংস এবং ২ টাকা কেজি দরে চাল বিতরণের মাধ্যমে তিনি ব্যাপক আলোচনায় আসেন।

‎এ ছাড়া নির্বাচনী গেট ও ব্যানার ভাঙচুরের প্রতিবাদে স্থানীয় নারী ও কয়েক শতাধিক মানুষকে নিয়ে ঝাড়ু হাতে মিছিল, গভীর রাতে দরিদ্র মানুষের ঘরে ঘরে নিজ হাতে চাল ও নিত্যপ্রয়োজনীয় বাজার পৌঁছে দেওয়া এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়ে পরে জাতীয় পার্টির মনোনয়ন সংগ্রহ করার মতো ব্যতিক্রমী উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ জনমনে তিনি ব্যাপক সাড়া ফেলেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow