মুস্তাফিজের সব পোস্ট নিজেদের পেজ থেকে মুছে ফেললো কেকেআর
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনার পর কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি না এলেও, তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অফিশিয়াল পেজ থেকে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে করা সব পোস্ট সরিয়ে ফেলা হয়েছে।
চলতি আইপিএল আসরের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপির বিশাল অঙ্কে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স। তবে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিসিসিআই কেকেআরকে মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটিকে তাঁর পরিবর্তে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে।
এ বিষয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-কে বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক দেবজিৎ সাইকিয়া বলেন, ‘সাম্প্রতিক কিছু ঘটনার কারণে কেকেআরকে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে মুক্তি দিতে বলা হয়েছে। এছাড়া, ফ্র্যাঞ্চাইজিটি যদি বিকল্প কোনো খেলোয়াড় নিতে চায়, সেক্ষেত্রে বিসিসিআই অনুমোদন দেবে।’
ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ সামনে আসার পরই কেকেআরের সঙ্গে মুস্তাফিজের চুক্তি নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। এর জের ধরে ২০২৬ আইপিএলে তাঁর অংশগ্রহণ নিয়েও সংশয় দেখা দিয়েছে। শুরুতে বিসিসিআই বিষয়টি ‘অপেক্ষা ও পর্যবেক্ষণ’ নীতিতে রাখলেও, পরবর্তীতে পরিস্থিতি পর্যালোচনা করে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দেবজিৎ সাইকিয়া।
মুস্তাফিজকে দলে নেওয়ার পর থেকেই কেকেআর নিয়মিত তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিত। এমনকি দুবাইয়ে অনুষ্ঠিত আইএল টি-টোয়েন্টিতে তাঁর পারফরম্যান্স নিয়েও প্রশংসাসূচক পোস্ট করা হয়েছিল। তবে বিসিসিআইয়ের নির্দেশনার পর সেসব পোস্ট এখন আর দলটির পেজে খুঁজে পাওয়া যাচ্ছে না।
উল্লেখ্য, এবারই প্রথম কেকেআরের জার্সিতে খেলার কথা ছিল মুস্তাফিজের। এর আগে আইপিএলে পাঁচটি ভিন্ন দলের হয়ে আট মৌসুম খেলেছেন ৩০ বছর বয়সী এই বাঁহাতি পেসার। সব মিলিয়ে আইপিএলে তাঁর ঝুলিতে রয়েছে ৬৫টি উইকেট।
What's Your Reaction?
খেলা ডেস্কঃ